কুড়িগ্রাম শহরতলী থেকে ১৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরতলীর বৈরাগীর বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় ১৩ পুরিয়া গাজাও উদ্ধার করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম ওরফে রিপন চেয়ারম্যান বৈরাগীর বাজার এলাকার মৃত ফেরদৌস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌর এলাকার বৈরাগীর বাজারে একটি দোকানের পেছনের গলিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করে। এসময় ওই ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল