বগুড়া শহরের কামাড়গাড়ী এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সদর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) ফজলে এলাহী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল