সুনামগঞ্জ সদর উপজেলায় জলমহালের দখল নিয়ে গ্রামবাসীদের দুই পক্ষের সংঘর্ষে ফখর উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে কোরবাননগর ইউনিয়নে মনোহরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত ফখর উদ্দিন (২৫) ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, মনোহরপুর গ্রামের একটি জলমহালের দখল নিয়ে আব্দুস সোবহান ও মনফর মিয়ার বিরোধ চলছিল। সোমবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জলমহাল দখল করতে যায়। এ সময় সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে সোবহানের পক্ষের ফখর উদ্দিন মারা যান। এছাড়া কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম