দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ২৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আজ মঙ্গলবার পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ জানান, গ্রেফতার জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলায় ওয়ারেন্ট রয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতের পাঠানো হবে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম