গাজীপুরের টঙ্গী থানার সাতাশ এলাকায় আজ সকাল ১০ টার দিকে একটি তুলার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তুলা, ঝুট ও তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার