ফরিদপুর জেলার সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বেলায়েত হোসেন মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন নিহতের ভাই বকুল মোল্লা।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, মোবাইল ফোনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে শিক্ষক বেলায়েত মোল্লাকে। এ ঘটনায় সালথা থানায় মামলা হলেও পুলিশ জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে, মামলার আসামিরা হত্যা মামলাটি তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। ফলে নিহতের স্ত্রী, সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলন থেকে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহত বেলায়েত মোল্লার পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ শিক্ষক বেলায়েত হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম