শুভরাজ খাল উম্মুক্ত রাখা ও স্লুইজ গেট নির্মাণের দাবিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার দেবরাজ বাজারে কৃষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষক আলী আকবর তালুকদার, নজির জোমাদ্দার, সরোয়ার জোমাদ্দার, জমির মালিক মো. রফিকুল ইসলাম, ইমান জোমাদ্দার, সোহেল হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, মোড়েলগঞ্জ উপজেলার অবহেলিত এলাকা হিসাবে পরিচিত মিত্রডাঙ্গা, দেবরাজ ও কুমারীজোলা এই তিন মৌজায় পাঁচ সহস্রাধিক কৃষক কৃষি কাজের উপর নির্ভরশীল। তাদের আয়ের আর কোন উৎস নেই। এই এলাকার একমাত্র পানি সরবারহের উৎস শুভরাজ খালটিতে বাঁধ দেয়া হলে কৃষকরা পানির অভাবে ফসলাদি উৎপাদন করতে পারবে না। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ফলে দুর্ভোগের সৃষ্টি হবে। তাই খালে বাঁধ দেয়ার আগে স্লুইজ গেইট নির্মাণ অবশ্যই দরকার।
স্থানীয় ইউপি সদস্য মিলু শেখ বলেন, স্লুইস গেট নির্মাণ না করে শুভরাজ খালে বাঁধ নির্মাণ করা হলে শুষ্ক মৌসুমে এলাকাবাসী নিত্য প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করতে পারবে না। পাশাপাশি কৃষকরা মারাত্মক সমস্যায় পড়বে। এই এলাকার প্রায় পাঁচ হাজার একর ফসলী জমিতে কোনো কৃষক উৎপাদন করতে পারবে না। তাই সরকারের কাছে আমাদের দাবি, স্থানীয় কৃষক ও এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে বাঁধ দেয়ার পূর্বে স্লুইজ গেট নির্মাণ করতে হবে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা