পঞ্চগড়ে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসান আলী (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসেন (৩৫) ও সদর থানার শিবিরের সভাপতি জুয়েল (২৭)। আটক ব্যক্তিদের বাড়ি পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায়।
এদিকে দেবীগঞ্জ থানা পুলিশ তিন জন জামায়াত-শিবিবের নেতা-কর্মী ও তেঁতুলিয়া থানা পুলিশ একজন জামায়াত কর্মীকে আটক করেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা