নাশকতা মামলায় সিরাজগঞ্জে ছাত্রদল নেতা ইউসুফ হোসেন ওরফে বুলবুল আহমেদ (২৭) গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুলবুল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার মো. আব্দুল্লাহ সেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আল-মামুন ছাত্রদল জানান, ছাত্রদল নেতা বুলবুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করার তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ছাত্রদল নেতা আটক করায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লহ আল কায়েস, যুগ্ম-আহ্বায়ক মিলন হক রঞ্জু ও পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সজিব খান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব