কুমিল্লার চৌদ্দগ্রামের শিবের বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে মালামালগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
জব্দকৃত পণ্যগুলো হলো, ২৫ হাজার পিছ অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ১ হাজার টার্গেট ট্যাবলেট, ৩০ বোতল হুইস্কি।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম মালগুলো আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল