ময়মনসিংহেয় ভালুকা উপজেলার কলেজপাড়া এলাকায় পিকআপ ও ট্রাকর সংঘর্ষে হাতেম আলী (৬৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাতেম আলী ময়মনসিংহের ধোবাউরা উপজেলার গাছুয়াপাড়া গ্রামের মৃত হারিফ সেকের ছেলে।
পুলিশ জানায়, ময়মনসিংহ গামী একটি নাম্বার বিহীন পিকআপ ও ঢাকা গামী অজ্ঞাত ট্রাককের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যবসায়ী হাতেম আলী নিহত হয়। পিকআপটি ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক আছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব