কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ও এসআই এম. নইমুল ইসলাম মোস্তাকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে।
ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শাহজাদা মিয়ার ছেলে আশরাফুল আলম বিজন বাদী হয়ে মঙ্গলবার ২নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এরপর বিচারক মোহাম্মদ আতাউল হক মামলাটি আমলে নিয়ে সন্ধ্যায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছরের ১০ আগস্ট এসআই নইমুল ইসলাম মোস্তাক মামলার বাদী বিজনকে আটক করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে একটি হত্যা মামলায় (মামলা নং ৩৬, তারিখ ২৫/৬/১৬, ধারা ৩০২/৩৪ দ. বি.) তাকে স্বীকারোক্তি আদায়ের জন্য চাপ দেন। তিনি স্বীকারোক্তি দিতে অস্বীকার করলে ক্রস ফায়ারে হত্যার হুমকি দেন এবং মারপিট করেন। এক পর্যায়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এসবে ব্যর্থ হয়ে পরে তাকে এ মামলায় চালান করে দেওয়া হয়।
মামলার এজাহারে বাদী আরও উল্লেখ করেন, যে হত্যা মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়েছিল, সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় তিনি অন্য একটি মামলায় কিশোরগঞ্জ জেলহাজতে ছিলেন। অথচ পুলিশ তাকে অন্যায়ভাবে আটক করে প্রথমে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। পরে মারপিট এবং চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে চালান দেয়। তিনি এ মামলা থেকে গত ২২ ডিসেম্বর জামিনে লাভ করেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক আগামী ১৭ জানুয়ারি এ মামলার তদন্ত করবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব