বরিশালের বানারীপাড়া উপজেলার আলতা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ নারীসহ ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এই হামলার সময় দিনমজুর মোতালেব শিকদারের বসত ঘর ভাংচুর করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়া হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মোতালেব শিকদারের সাথে প্রতিবেশী কাদের শিকদার, সামসুল হক শিকদার এবং নুর আহম্মদ শিকদারের ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই সম্পত্তি দীর্ঘদিন ধরে মোতালেবের দখলে ছিল। জমির দখল নিতে কাদের ৩০/৩৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মোতালেবের বসত ঘর ভাংচুর করে খালে ফেলে দেয়। মোতালেব ও তার স্বজনরা বাঁধা দিলে হামলা চালায় কাদেরসহ তার সন্ত্রাসী বাহিনী। এতে মোতালেব, তার স্ত্রী হাসিনা বেগম, সোহরাব হোসেন, ইয়াকুব আলী, শাহআলম শিকদার, কালাম শিকদার, সামসুন্নাহার, মাসুম, দেলোয়ারা বেগম, সামসুন্নাহার টুলু ও শারমিন খানম আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, ঘর ভাংচুর এবং হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে আটককৃত ১২ জনের মধ্যে জড়িত ১০ জনকে সনাক্ত করা হয়েছে। বাকী দুজনকে ছেড়ে দেয়া হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও বসত ঘর ভাংচুর এবং হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল