বগুড়ার ধুনট উপজেলায় ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে শেরপুর উপজেলা হাপুনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রশিদ ধুনট উপজেলার বড় চাপড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, ২০০৪ সালে ২৩ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলার বড় চাপড়া গ্রামের আব্দুল বাকি (৬৫) ও তার দুই ছেলে ইয়ছিন আলী (৩৫) এবং আব্দুল আজিজকে (২৫) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এই ঘটনায় নিহত আব্দুল বাকির ছোট ভাই আব্দুল কাফি বাদি হয়ে আব্দুর রশিদকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ৩৯ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশ।
এই মামলায় বগুড়া জেলা জজ আদালত আসামি আব্দুর রশিদসহ ১২ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ প্রদান করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে মামলায় খালাস পেয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেন আব্দুর রশিদ। কিন্ত মামলার বাদি আব্দুল কাফি সুপ্রিম কোটে আপিল করায় মামলাটি কার্যক্রম স্থগিত ঘোষণা করে আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল