বাগেরহাটে মিনা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী কাওসার আলী শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। এ সময় আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত কাওসার আলী বাগেরহাট সদর উপজেলার বেমরতা গ্রামের ইনতাজ উদ্দিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
কাওসার আলী পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী হত্যার অভিযোগে মামলা দায়েরর পর তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। ওই দম্পতির স্কুলপড়ুয়া দুই মেয়ে রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা গেছে, ১৯৯৬ সালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মিনা বেগমের সঙ্গে একই গ্রামের মো. কাওসার আলী শেখে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাওসার তার স্ত্রীকে নানা কারনে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। ২০১৫ সালের ১২ নভেম্বর দিনগত রাতে কাওসার পরিকল্পিত ভাবে তার স্ত্রী মিনা বেগমের বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ভোরে পুলিশ তার বাড়ি থেকে মিনা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে ১৩ নভেম্বর পুলিশ কনস্টেবল কাওসার আলী শেখকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে আটক করে। মামলা তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার তৎকালীন ওসি তদন্ত মো. মাহাবুবুর রহমান ২০১৬ সালের ৩১ জানুয়ারি আসামী কাওসারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। হত্যাকাণ্ডের ১৮ মাসের মধ্যে আদালতে এই ঘটনায় রায় ঘোষণার করে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব