চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে আগামীকাল বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপার জ্যোতি চাকমার মুক্তি সংগ্রাম কমিটির ব্যানারে ত্রিলন চাকমা দয়াধন দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এক প্রেস বিজ্ঞপতিতে এ অবরোধ কর্মসূচির কথা উল্লেখ করেন।
তিনি মুঠোফোন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (৪ জানুয়ারি) চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হবে।
উল্লেখ্য, ১লা জানুয়ারি সুপার জ্যোতি চাকমাকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল