খুব শিগগির নির্মিত হবে রাঙামাটি বঙ্গবন্ধু শিশু পার্ক। আর এ পার্কের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে ৪০ লক্ষ্য টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাঙামাটি পার্ক উন্নয়ন কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
রাঙামাটি পার্ক উন্নয়ন কমিটির উদ্যোগে জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত পার্ক পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে এসভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরীসহ পার্ক পরিচানা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পার্ক উন্নয়ন কমিটির সিদ্ধান্ত মতে, রাঙামাটি পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্ক করার সিদ্ধান্ত নেয়া হয়। এ পার্ককে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিশু ও পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্যোগও গ্রহণ করা হয়।
পরে পার্ক পরিচালনা কমিটির সদস্যগণ পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/হিমেল