যশোরে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিক্রয় প্রতিনিধির নাম আজমল হক (৩৮)। নিহত আজমল হোসেন যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, "মঙ্গলবার রাত ৮টার দিকে আজমল শহরের মুড়লী মোড় থেকে মোটরসাইকেলযোগে মণিহার মোড়ের দিকে আসছিলেন। পথিমধ্যে র্যাব ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।"
তিনি আরও বলেন, "এতে ঘটনাস্থলেই আজমলের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৪