সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ খনন কাজে নিয়োজিত স্কেবেটর মেশিনবাহী ট্রাক উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার জেঠুয়া নেহালপুর মক্তবের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার মহেশখালি গ্রামের রওশন আলি (২৫) ও চট্রগ্রাম জেলার পটিয়া থানার মো. আজিজুর রহামান (৩০)। আহতরা হলেন ফরহাদ হোসেন, মো. সাইন ও জসিম।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে যশোর থেকে তালায় আসার পথে গাছের ডালে ধাক্কা লেগে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা