কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নাদিম হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। নাদিম জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার আলমগীর মিয়ার ছেলে।
বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেক জানান, চট্টগ্রামমুখী দ্রুতগামী কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন ঘুমন্ত অবস্থায় বিসিক শিল্পনগরী এলাকায় একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আলমগীর মিয়ার পাশে বসে থাকা ছেলে নাদিম হোসেন (৯) নিহত হয়। এসময় কাভার্ডভ্যানের হেলপার ও চালক আলমগীরের ভাতিজা ইমন আহত হয়।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা