পাবনায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আতাইকুলা থানার শ্রীপুর ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল একই গ্রামের আব্দুল ওহাব প্রামাণিকের ছেলে।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দিনগত রাতে রাঘবপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ি থেকে নব্য সর্বহারা দলের সদস্য শফিকুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শফিকুলের বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম