মাদারীপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় সরকারী নাজিমউদ্দিন কলেজ গেটের সামনে থেকে ও ইটেরপুল এলাকা থেকে পৃথক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও কালকিনি উপজেলা, শিবচর উপজেলা এবং রাজৈর উপজেলায় শোভাযাত্রা বের করে ছাত্রলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। নতুন সাজে সাজানো হয়েছে সরকারী নাাজিমউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, রাজৈর সরকারী ডিগ্রী কলেজসহ মাদারীপুরের বিভিন্ন কলেজের ক্যাম্পাস।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা তুলে ধরতে সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকা দেয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা অধিকার আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সংগঠনের সোনালি অর্জনগুলো তুলে ধরা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ