যারা ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস বলে তাদেরকে পাগলের সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানকালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
সেখানে তিনি আরও বলেন, আগামীকাল ৫ জানুয়ারি দেশের জনগণ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।
নির্বাচন কমিশনার নিয়োগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা