সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ