কক্সবাজার জেলার মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। বুধবার সকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালীর পাহাড়তলী এলাকায় এ কারখানার সন্ধান পাওয়া যায়।
এদিকে, অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জনকে আটক করেছে র্যাব। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর পাহাড়তলী অভিযান চালানো হয়। এসময় একটি অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেলে ওখানে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও অব্যাহত রয়েছে।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর কার্যালয়ে বিকাল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব