বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান।
এছাড়া আলোচনা সভায় নোয়াখালী জেলা, উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, শহর ও কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরে অবস্থান করেন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল