লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সস্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।
এর আগে জেলা ছাত্রলীগ রাত ১২টা এক মিনিটে শহরের উত্তর তেমুহনী এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশন করে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম