বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরে র্যালি শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, রুহুল মোমিন তারিক, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাশরাফি হিরো, অধ্যাপক রফিকুল ইসলাম, ডালিয়া নাসরিন রিক্তা, আতাউর রহমান আতা, মোজাম্মেল হক বুলবুল, বিশ্বজিত কুমার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীন রাষ্ট্র গঠন করেছে। গৌরব ও ঐতিহ্যের ধারক বাহক ছাত্রলীগ সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। বাঙালী জাতির ইতিহাসের সাথে জড়িয়ে আছে ছাত্রলীগের ইতিহাস। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশ ছাত্রলীগ বীর সিপাহসালারের ভূমিকা পালন করেছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব