কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা, সাতঘড়িয়া, শিবের বাজার ও জগন্নাথদীঘি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার অবৈধ ভারতীয় স্টেরয়েড ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি।
বুধবার বিকেলে মাদকগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিয়াতলীসহ বিভিন্ন এলাকা থেকে ৪ হাজার স্টেরয়েড ট্যাবলেট, ১ হাজার টার্গেট ট্যাবলেট, ৩৬ বোতল হুইস্কি ও ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে।