বগুড়ার ধুনটে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনরত মলি খাতুনের স্বামী শামীম আহম্মদকে (২৭) আটক করেছে পুলিশ। বুধবার সকালে ধুনট থানার প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
শামীম আহম্মেদ ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের তবিবর রহমানের ছেলে এবং মলি খতুন (২৪) গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের হবিবর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে ২০১৫ সালের ১৭ জুলাই ঢাকার তেজগাঁও থানার মনিপুরিপাড়া ২৭নং ওয়ার্ডের কাজী অফিসে ৮ লাখ টাকা দেনমোহর ধার্য করে মলি ও শামীম বিয়ে করেন। বিয়ের বিষয়টি পরিবারের অন্য সদস্যদের না জানানোর জন্য মলিকে চাপ দেন শামীম। বিয়ের এক বছর পার হলেও বিষয়টি কাউকে জানাননি মলি। কিন্তু শামীমের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে শামীমের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বার বার অনুরোধ করেন মলি। কিন্তু মলির কথায় রাজি না হয়ে বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকেন শামীম। এক পর্যায়ে গত বছরের ২৩ অক্টোবর থেকে মলির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শামীম। এসময় জানাজানি হলে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো প্রকার সমঝোতা না হওয়ায় মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন মলি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অনশনরত গৃহবধু মলি খাতুনের খোঁজ খবর নেন।
এ বিষয়ে জানতে চাইলে শামীম আহম্মেদ বলেন, মলি আর আমি সহপাঠী ছিলাম। কলেজে অধ্যায়নকালে মলির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্ত সেই সম্পর্ক বেশিদিন টিকে থাকেনি। মলির সঙ্গে আমার বিয়ের কাবিন (রেজিস্ট্রি) হয়নি। অথচ মলি ভুয়া কাবিননামা তৈরি করে আমাকে স্বামী বলে দাবি করছে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শামীমকে আটক করা হয়েছে। উভয় পক্ষকে থানায় ডেকে এনে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব