পিরোজপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বুধবার শহরের টাউন ক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রলীগ সভাপতি শুভ্রজীৎ হালদার বাবুর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, আওয়ামীলীগ দলীয় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, মাসুদ আহমেদ রানা, খাইরুল ইসলাম মিঠু, মেজবা উদ্দিন সাবু, সুমন সিকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও অতিথিদের নিয়ে পায়রা উড়িয়ে ৬৯ পাউন্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব