কক্সবাজারের মহেশখালী থেকে ২২টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও চার শতাধিক গুলিসহ দুজন অস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামসংলগ্ন গহিন জঙ্গলে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটকরা হলেন, একই গ্রামের মৃত আজম উল্লাহর ছেলে মো. আব্দুল মাবুদ (৪০) ও ছোট মহেশখালী ইউনিয়নের কবির আহম্মদের ছেলে মো. আবু তাহের (৪২)।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শ্যুটার গান, ১টি থ্রি কোয়ার্টার বন্দুক, ১টি দেশীয় রাইফেল, ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৪ রাউন্ড .৩০৩ রাইফেলের গুলি, ১ রাউন্ড শর্টগানের গুলির খোসা।
এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, ৩টি বন্দুক তৈরির পাইপ, ১৫টি হেসকু ব্লেড, ৫টি রেত, ২টি প্লাস, ১টি এয়ার মেশিন, ৫টি ছেনা ও ১টি শাণ-পাথর উদ্ধার করা হয়।
র্যাব -৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।