চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারে বাজার অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেল তিনটায় বাজার অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান পরিচালনায় সহায়তা করেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, নীলমনিগঞ্জ বাজারের সোহেল হোটেলে আগের দিনের বাসি সিঙ্গারা ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে সতর্কতামূলক এক হাজার টাকা, শংকর স্টোরে মূল্য তালিকা টাঙ্গানো এবং পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় দুই হাজার টাকা এবং মোস্তফা মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অভিযানের কার্যক্রম চলাকালে জরিমানার টাকা পরিশোধ করেন।