বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখা প্রতিষ্ঠা বর্ষিকী পালন করেছে।
৪ জানুয়ারী বুধবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের খরমপুরস্থ অস্থায়ী কার্যালয়ে ৩০ পাউন্ড ওজনের কেক কাটা এবং সমাবেশের আয়োজন করা হয়।
সময় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু।
এছাড়া জেলার প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে সদর উপজেলার ভাইস চেয়ারমান বায়োজিত হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর ওয়াদুদ অদু, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আখতারুজ্জামান, তাপস কুমার সাহা, সাবেক প্যানেল মেয়র কাজি মতিউর রহমান মতিক, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম মিজুসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।