বরিশালে তুচ্ছ ঘটনা নিয়ে এক শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর ১টার দিকে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র তালাপ্রসাদ গ্রামের সানাউল্লাহর ছেলে লিমন। একই গ্রামের তাহমিনার ছেলে রাইয়ান। দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে কাদায় পড়ে যায় লিমন। তবে সে বাসায় গিয়ে কাদায় পড়ে যাওয়ার কারণ হিসেবে রাইয়ান ধাক্কা দিয়েছে বলে তার বাবাকে জানায়। পরে লিমনের বাবা সানাউল্লাহ্ শিশু রাইয়ানের বাসায় এসে তাকে বেধড়ক মারধর করে। এতে শিশু রাইয়ান আহত হয়।
পরে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান শিশুটির মা তাহমিনা। এ ঘটনায় রাইয়ানের মা তাহমিনা বানারীপাড়া থানায় একটি অভিযোগ করেছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান বলেন, শিশু মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমাদের কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।