শেরপুরের শ্রীবরদীতে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার সিংগবিরুনা গ্রামের আবেদীন আলীর বাড়ি সংলগ্ন বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-সিংগাবরুনা গ্রামের ফজলুল করিমের ছেলে বাবুল মিয়া (৪২), মকছেদ আলীর ছেলে আবেদীন আলী (৩৫), হাবিল আলীর ছেলে রেজাউল করিম (৩২), আমিনুল ইসলামের ছেলে বিল্লাত আলী (২৬) নুর ইসলামের ছেলে নয়ন মিয়া (২৫) রবিজল মিয়ার ছেলে সুলতান মিয়া (২৫), ছামিউলের ছেলে মোস্তাইন বিল্লাহ (২৫) ও সাজু মিয়ার ছেলে খোরশেদ আলম (২২)।
এ ব্যাপারে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব জুয়াড়িদের আটক করা হয়।
বুধবার বিকেলে আটককৃতদের জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই সাজেদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন