মেহেরপুর জেলা কারাগারে বিমল চন্দ্র দাস (২৭) নামের এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিমল চন্দ্র গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের কার্তিক চন্দ্র দাসের ছেলে। তার কয়েদি নাম্বার ছিল ৬০০০/এ।
মেহেরপুর জেলা কারাগারে ডেপুটি জেলার শরিফুল আলম বলেন, ২০১৬ সালের ১৪ আগস্ট মাদকের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠায় আদালত। কয়েদি বিমল কারাগারে আসার পূর্বে অতিরিক্ত মাদকাসক্ত ছিল। যে কারণে মাঝে মাঝেই সে অসুস্থ হয়ে পড়ত। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে খুলনা থেকে একবার চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়। বুধবার বিকাল ৫টার দিকে হঠাৎ সে কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে সে মারা যান।
ডেপুটি জেলার শরিফুল আলম আরো বলেন, কয়েদির মৃত্যুর ঘটনা জেলা ম্যাজিষ্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাফিক উন নবী জানান, রক্ত শুন্যতার কারণে কয়েদি বিমলের মৃত্যু হয়েছে।