পাবনার ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের জয়নগড়ে ইট বোঝাই মিনি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বুধবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে ট্রাক চালক আল আমিন (৫০) ও একই উপজেলার খারারা গ্রামের রেজাউল করিম মালিথার ছেলে চালক সহকারী আল আমিন (২২)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সবজী বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সবজী বোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের চালক ও চালক সহকারী (হেলপার) মারা যায়। এ ঘটনায় একই ট্রাকে থাকা ৩ শ্রমিক গুরুতর আহত হয়। আহতরা একই এলকার বিশু মালিথা, হাসান আলী ও জব্বার আলী। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে হাসান আলীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলেও জানান ওসি।
পাকশী হাইওয়ে পুলিশের আইসি কাজী খুরশিদ আলম জানান, ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের উপর থেকে অপর ট্রাকটি সরিয়ে দেওয়া হয়। এ সময় ট্রাক ২টি আটক করা হয়েছে বলেও জানান তিনি। সবজী বোঝাই ট্রাকের চালক ও হেলপারকে আটক করতে পারেনি।