চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ডাকাত দলের ছোড়া বোমায় নাসির উদ্দীন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে কুলপালা গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন।
নিহত নাসির উদ্দীন কৃষক বলে জানা গেছে। তিনি কুলপালা গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কৃষক নাসির উদ্দীনের বাড়ির পেছনে ৮/১০ জনের একটি ডাকাত দল অবস্থান করছিলো। তাদের দেখতে পেয়ে নাসির উদ্দীনের পরিবারের সদস্যরা চিৎকার করে। এতে ক্ষুব্ধ হয়ে ডাকাতরা বাড়ির ভেতরে প্রবেশ করে একটি বোমা ছুড়ে। নাসির উদ্দীন গুরুতর আহত হয়। এ সময় প্রতিবেশীরা প্রতিহতের চেষ্টা করলে ডাকাতরা আরেকটি বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে লিটন নামে আরেকজন আহত হন। পরে এলাকাবাসী আহত দু'জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই পুলিশের বেশ কয়েকটি ইউনিট কুলপালাসহ আশপাশের গ্রামগুলোতে অভিযান শুরু করলেও ডাকাত দলের কোনো সদস্যকে আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব