চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে এক বাংলাদেশি আহত হয়েছে। সুমন (১৮) নামের ওই রাখালকে উদ্ধার করে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যার দিকে সীমান্তের ২২২/৪, এস পিলারের নিকট থেকে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করা হয়। সুমন নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে।
১৬ বিজিবির রোকনপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার শামসুল হক জানান, স্থানীয়রা সুমনকে সীমান্তবর্তী এলাকায় আহত অবস্থায় দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি সুমনকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে সুমনকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
আটককৃত যুবক সুমন জানায়, তারা কয়েকজন সীমান্তের ওপারে গরু আনতে গেলে ৬০ বিএসএফের আর.কে ওয়াদা (ভবানীপুর) ক্যাম্পের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে সীমান্তে ফেলে যায়।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা