'দূর হোক অসহায়ত্ব-জেগে উঠুক মনুষ্যত্ব' এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মাদারীপুর আদর্শ কল্যাণ সংস্থা।
আজ বৃহস্পতিবার সকালে কালকিনি প্রেসক্লাবে সংবাদিকদের সহযোগিতায় ওই কার্যক্রম পরিচালনা করা হয়।
অাদর্শ কল্যাণ সংস্থার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা।
এসময় অাদর্শ কল্যাণ সংস্থার কাজী শাহীন, সোহেল রানা, শাহীন ঘরামী, সোহাগ মাহমুদ, মহিউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম