দৈনিক কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবুর বাবা আব্দুল হালিম (৭৫) আর নেই। গত বুধবার রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। এছাড়া স্ত্রী ও আট সন্তানকে নিয়ে তিনি শহরের নিউমার্কেট এলাকায় বসবাস করতেন।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম