বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সাড়ে তিনশ কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। আজ বৃহস্পতিবার সকালে রামপাল সদরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন। বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর হোসেন, জনতা ব্যাংকের বাগেরহাটের এজিএম মো. রাব্বি নেওয়াজ, জনতা ব্যাংক কর্মকর্তা মো. আবুল বাসার, রাজনগর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ডাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম