সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার সকালে জেলার শিবচর প্রেসক্লাব এর উদ্যোগে ৭১ সড়কের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্ত্বরে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা সাংবাদিক শিমুলের হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহব্বান জানান। এসময় শিবচর প্রেসক্লাব সভাপতি একেএম নাসিরুল হক , সহ-সভাপতি প্রদ্যুৎ কুমার সরকার , সাধারণ সম্পাদক ডিএম হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শিব শংকর রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক এম সাঈদ আহমাদ, সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী মৃধা প্রমূখ বক্তব্য রাখেন।