রাজধানীর গুলশানে দেয়ালচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বারিধারা এলাকায় ১৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই শ্রমিকের নাম ও পরিচয় জানা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই এলাকায় কাজ করতে গিয়ে দেয়ালচাপায় তার মৃত্যু হয়েছে।
লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম