জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেহজাবিন খালেদ বেবী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের ঘরে এখন খাবার আছে, বিদ্যুৎ আছে, পরণের কাপড় আছে। গ্রামের সাধারণ মানুষের উন্নয়নে সরকার সবকিছু করছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সরকারের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে জামালপুরের চিনাডুলী ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। এ কে এম হাফিজুর রহমান হবির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল নাসের বাবুল, মনিরুজ্জামান মনি, নারায়ন মোদক প্রমুখ ।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব