ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার নামক স্থানে।
পুলিশ জানায়, সকালে আব্দুর রহমান মন্ডল (৬৫) নাতনি উর্মীকে (১৮ মাস) নিয়ে বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওই সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমান মন্ডল মারা যান। শিশু উর্মীকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার অংশে খোড়াখুড়ির কারণে ইদানিং সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা