গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
কমিটিতে সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তাসবিরুল হুদা বাবু, শরীফ ফারুক আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোজাফ্ফর এইচ নান্নু, মো: আমিনুল হাসান শাহীন ও আশরারুল হক লিটুর নাম ঘোষণা করা হয়েছে।
এসময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সদর উপজেলার ২১ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়াম্যানগণ, গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।