শিল্প সহায়ক কেন্দ্র নেত্রকোনা বিসিকের আয়োজনে ঢাকার প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার নেত্রকোনায় দিনব্যাপী 'শিল্পে পরিবেশ সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিসিকসহ বিভিন্ন পর্যায়ের শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো: ইউসুফ আলী। প্রবন্ধের উপর বক্তব্য রাখেন, প্রযুক্তি বিভাগ ঢাকার মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল আলম, নেত্রকোনা বিসিকের ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, চেম্বারের পরিচালক সোহরাব উদ্দিন আকন্দ সহ বিভিন্ন উপজেলার শিল্প উদ্যোক্তারা।
সেমিনারে অংশগ্রহণকারী জেলার ছোট-বড় সকল শিল্প উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমাদেরকেই করতে হবে। আমার দেশের শিল্পায়ন আমাদেরকেই করতে হবে। আমাদের পরিবর্তন দরকার। আর সে জন্য পরিবেশ দূষণের গাইড লাইন মানতে হবে, সেই সাথে রিসিভ করতে হবে।