বগুড়ার শেরপুর উপজেলার পণ্যবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে চাল ব্যবসায়ী রিপন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শেরপুর শহরমুখী একটি পণ্যবাহী ট্রাক কৃষ্ণপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাল ব্যবসায়ী রিপন নিহত হন। পরে আতহদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
শেরপুর থানার এএসআই মোর্শেদা বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।